উত্তরের পথে স্বস্তিতে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ

ঢাকা: উত্তরের পথে স্বস্তিতে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। রাজধানী ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সড়ক পথে যোগাযোগের একমাত্র মাধ্যম এই সড়কটি। প্রতিবছর ঈদের সময় ঘরমুখো মানুষের যানবাহনের চাপে এই মহাসড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ফলে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। এবারও এই মহাসড়কে ঈদযাত্রায় তীব্র যানজটের আশঙ্কা করলেও এখনো মঙ্গলবার ( ১২জুন) দুপুর পর্যন্ত কোনও যানজটের চিত্র দেখা যায়নি। ফলে ঘরমুখো মানুষ নির্বিঘ্নে বাড়ি পৌঁছাতে পারছেন।

জানা যায়, গাজীপুরের চন্দ্রা থেকে কালিহাতীর এলেঙ্গা পর্যন্ত চার লেনের কাজ দ্রুত গতিতে চলছে। ঈদের আগে এ প্রকল্পের আওতায় চার লেন ও কয়েকটি ব্রিজ খুলে দেওয়ার ফলে যানজট তেমনটা পড়বে না বলে মনে করছেন স্থানীয়রা।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, ‘এখনো কোনও যানজটের চিত্র দেখা যায়নি। ঘরমুখো মানুষ স্বস্তিতেই বাড়ি ফিরছেন। ’

তিনি বলেন,‘এবার ঘরমুখো মানুষকে তেমনটা যানজটের কবলে পড়তে হবে না। যানজট নিরসনে জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে।’