যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত সকাল সাড়ে আটটায়

jessore eid ghaস্টাফ রিপোর্টার, যশোর: যশোর জেলা প্রশাসন ও পৌরসভার সার্বিক সহযোগিতায় এবার ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে আটটায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। নিরাপত্তার স্বার্থে মুসল্লীদের একঘণ্টা আগে প্রশসনের পক্ষে থেকে মাঠে প্রবেশ করার অনুরোধ করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জেলা সিনিয়র তথ্য অফিসার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সাড়ে আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। নিরাপত্তা জোরদার করতে তল্লাশির জন্য মুসল্লিদের একঘণ্টা আগে মাঠে প্রবেশ করতে হবে। আর বৃষ্টির কারণে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামাত অনুষ্ঠিত না হলে কালেক্টরেট মসজিদে দুইটি জামাত হবে। প্রথম জামাত সকাল সাড়ে আটটায় ও দ্বিতীয় জামাত সকাল নয়টায় অনুষ্ঠিত হবে। এছাড়া আশপাশের মসজিদেও যথাসময়ে জামাত হবে।