বিশ্বকাপ নিয়ে এবার আগ্রহ নেই ব্রাজিলিয়ানদের!

স্পোর্টস ডেস্ক: একদিন পরই ফুটবল পাগল সমর্থকদের অপেক্ষায় প্রহর শেষ হচ্ছে। মাঠে গড়াচ্ছে ২১তম ফুটবল বিশ্বকাপ। যেখানে নিজেদের ষষ্ঠ শিরোপা জয়ের মিশনে নামতে যাচ্ছে ব্রাজিল। এ নিয়ে দেশটির সমর্থকরা যেন হইচই করছে, তা কিন্তু নয়। বিশ্বকাপ নিয়ে এবার যে ব্রাজিলিয়ানদের আগ্রহ অনেক কম, এরই মধ্যে বিভিন্ন জরিপে সেটি প্রকাশ হয়েছে। সবশেষ ডাটাফোলার জরিপও বলছে, আসলেই বিশ্বকাপ নিয়ে উন্মাদনা নেই ব্রাজিলে!

বিশ্বকাপ এলেই আর্জেন্টিনা ও ব্রাজিলে যেন দুই ভাগে ভাগ হয়ে যায় বাংলাদেশ। এবারও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু সেখানে ব্রাজিলের অধিকাংশ মানুষের কিনা আগ্রহ নেই! ডাটাফোলা বলছে, ৫৩ শতাংশ ব্রাজিলিয়ানের অনাগ্রহ ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্টটা নিয়ে। জানুয়ারিতেও যেটি ছিল ৪২ শতাংশ। রাশিয়া বিশ্বকাপ নিয়ে সবচেয়ে কম আগ্রহ ব্রাজিলিয়ান নারীদের। ৬১ শতাংশ নারীই এই টুর্নামেন্ট নিয়ে ভাবছেন না।

৩৫ থেকে ৪৪ বছর বয়সী ব্রাজিলিয়ানদের মধ্যে ৫৭ শতাংশের ভাবনায় বিশ্বকাপ নেই। এবং তাদের ৫৯ শতাংশের বাস দেশটির দক্ষিণে। এর আগে প্রকাশিত বিভিন্ন জরিপেও আনাগ্রহের কথাটা উঠে এসেছে। এক জরিপে দেখা গেছে, ১৪.৫ শতাংশ ব্রাজিলিয়ানই জানেন না এবারের বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে!

ব্রাজিল দলের মার্চেন্ডাইজিং-পণ্য (জার্সি, স্কার্ফ, টুপি ইত্যাদি) বিক্রেতা প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, বিক্রি-বাট্টায় ভাটা চলছে। ব্রাজিল দলের স্মারক জার্সি কিংবা স্কার্ফ কেনায় কারও তেমন আগ্রহ নেই।

বাছাইপর্বে দুর্দান্ত খেলেই বিশ্বকাপে এবার পা রেখেছে ব্রাজিল। দলটিতে রয়েছে নেইমারের মতো তারকা। এছাড়াও অন্যরা রয়েছেন দুর্দান্ত ছন্দে। যে কারণে রাশিয়াতে দলটি ফেভারিটের তকমা পেয়েছে সবার আগে। তারপরও কেন বিশ্বকাপ নিয়ে পাঁচ বারের চ্যাম্পিয়ন সমর্থকদের খুব একটা আগ্রহ নেই? দেশটির ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা, রাজনীতিবিদদের দুর্নীতি, রাজনীতিকদের নানা কেলেঙ্কারি, মোটরশ্রমিকদের ধর্মঘট। যে কারণেই নাকি ব্রাজিলিয়ানদের মনে রাশিয়া বিশ্বকাপের ঢেউ উঠছে না।

এদিকে অনেকেই বলছেন, শুধু অর্থনৈতিক মন্দায় নয়, গত বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির বিপেক্ষে ৭ গোল হজমের কারণেও এবার বিশ্বকাপে ব্রাজিল সমর্থকদের টানছে না খুব একটা।

চার বছর আগের দুঃখ ঘুঁচাতে অবশ্য এরই মধ্যে রাশিয়ায় পা রেখেছেন নেইমাররা। কিন্তু কোটি টাকার প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে দলটির ভক্তদের মধ্যে, এবার কি পারবেন তিতের শিষ্যরা।