বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের বিশেষ ঈদ ম্যাগাজিন ‘কৃষকের ঈদ আনন্দ’

বিনোদন ডেস্ক বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে প্রথমবারের মতো ধারণ করা হল কৃষকদের নিয়ে বিশেষ বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’।চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠান শাখার প্রধান সাদিকুল ইসলাম নিয়োগী পন্নীর পরিকল্পনায় নির্মিত এ অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলের কৃষকরা অংশ নেন।

বিনোদনমূলক এ অনুষ্ঠানের বিভিন্ন পর্বের মধ্যে কৃষানিদের জন্য ছিল মোরগ ধরা এবং বীজ আলু বাছাই করার প্রতিযোগিতা। আর কৃষকদের জন্য আয়োজন করা হয় ‘তৈলাক্ত কলাগাছ বেয়ে চূড়ায় ওঠা ও শক্তি পরীক্ষা।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার প্রীতি ফুটবল ম্যাচ। অনুষ্ঠানের বিভিন্ন পর্বের বিজয়ীদের এলইডি রঙিন টেলিভিশন, মোবাইল ফোন সেট ও স্প্রে মেশিন প্রদান করা হয়। এ ছাড়া অংশগ্রহণকারীদের জন্যও ছিল বিশেষ পুরস্কার।

অনুষ্ঠানের প্রযোজক সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী বলেন, কৃষকরা বাংলার প্রাণ। তাদের আনন্দ মানেই সবার আনন্দ। বিনোদনমূলক এই অনুষ্ঠান আশা করি সবার ভালো লাগবে। পরে সবার সহযোগিতা পেলে আরও বড়পরিসরে কৃষকদের নিয়ে এ ধরনের অনুষ্ঠান করতে চাই।

উল্লেখ্য, অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্র থেকে ঈদের দ্বিতীয় দিন সম্প্রচার করা হবে।