স্পোর্টস ডেস্ক: পর্দা উঠল রাশিয়া বিশ্বকাপের। বৃহস্পতিবার লুঝনিকি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ছিল উদ্বোধনী অনুষ্ঠান। যার ঠিক আধ ঘন্টা পরই মাঠে গড়ায় উদ্বোধনী ম্যাচ। যেখানে স্বাগতিক রাশিয়ার বিপক্ষে লড়ছে সৌদি আরব। ‘এ’ গ্রুপের ম্যাচের দুর্দান্ত শুরু পেয়েছে স্বাগতিকরা। এই প্রতিবেদন লেখার সময় প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে আছে রাশিয়া।