বিনোদন ডেস্ক: সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের ভক্তদের ঈদের খুশি এবার দ্বিগুণ হবে। কারণ আজ চাঁদরাতে হাবিব প্রকাশ করতে যাচ্ছেন তাঁর নতুন গান ‘অচিন মায়া’র ভিডিও। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির সুর ও সংগীত করেছেন হাবিব নিজেই। গানটি লিখেছেন গুঞ্জন রহমান।
অদিত রহমানের পরিচালনায় গানের ভিডিওতে মডেল হয়েছেন আয়েশা মারজানা ও হাবিব নিজেই।
গানটি সম্পর্কে হাবিব বলেন, ‘ঈদ উপলক্ষে নতুন গান শ্রোতা-দর্শকের উপহার দিচ্ছি। অদিত খুব যত্ন করে ভিডিওটি নির্মাণ করেছেন। এই ভিডিওটি হবে আমার শ্রোতাদের জন্য ঈদ উপহার। আশা করছি,তাঁদের এই উপহার পছন্দ হবে। আমরা সবাই অনেক পরিশ্রম করেছি গানটির জন্য।’
এদিকে, হাবিবের গানে আবারও মডেল হয়ে উচ্ছ্বসিত আয়েশা মারজানা। বললেন, “এর আগে হাবিব ভাইয়ের ‘তোমার চোখে জল’ গানের ভিডিওতে মডেল হয়েছিলাম। সাড়াও পেয়েছিলাম ভালো। আশা করছি,এবারও দারুণ কিছু হবে। দর্শকের মন্তবের জন্য অপেক্ষা করছি।”
অদিত রহমান বলেন, ‘অচিন মায়া গানটি খুব ভালো লেগেছে আমার। ভিডিওটি সময়ের উপযোগী করে বানানোর চেষ্টা করেছি।’
আজ চাঁদরাতে গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন হাবিব ওয়াহিদ।