শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা দৌলতদিয়াড়ে মিনি ট্রাকচাপায় মোটরসাইকেল চালক ফয়জুল ইসলাম (৫০) নিহত হয়েছেন। শনিবার ২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়জুল একই এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মেহেরপুর থেকে মোটরসাইকেল যোগে ফয়জুল ইসলাম চুয়াডাঙ্গা শহরের দিকে যাচ্ছিলেন। শনিবার দুপুর ২ টার দিকে ফয়জুল চুয়াডাঙ্গা শহরের প্রবেশ মুখ দৌলতদিয়াড় নামক স্থানে পৌছালে বিপরীত দিক চুয়াডাঙ্গা থেকে আসা একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের উপর উঠে পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ফয়জুল মারা যায়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে শনিবার বিকেল ৬ টা পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের হয়নি।