১৫ কেজি ওজনের কস্টিউম পরে নাচ

14বিনোদন ডেস্ক: সিনেমার দৃশ্যের প্রয়োজনে অনেক কিছুই করতে হয় অভিনয়শিল্পীদের। এবার ১৫ কেজি ওজনের কস্টিউম পরে একটি গানে নাচলেন অভিনেত্রী গওহর খান।

এ অভিনেত্রীকে তার পরের সিনেমায় একটি বিশেষ গানে পারফর্ম করতে দেখা যাবে। এতে ‘মুজরা’ নাচবেন তিনি। গানটির শুটিংয়ের প্রয়োজনে গওহরকে ১৫ কেজি ওজনের পোশাক পরতে হয়েছে। গানটির কোরিওগ্রাফি করেছেন সরোজ খান।

গান প্রসঙ্গে গওহর খান ভারতীয় সংবাদমাধ্যমে বলেন, ‘সময় স্বল্পতা থাকলেও আমি গানটির মহড়া করেছি। ভারি কস্টিউমের কারণে নাচতে গিয়ে খুবই অসুবিধা হচ্ছিল। পাশাপাশি সরোজ খান যেন হতাশ না হন এ বিষয়ে বাড়তি চাপ অনুভব করছিলাম। তবে ১২ কেজি ওজনের লেহেঙ্গা ও ৩ কেজি ওজনের গহনা পরে আমি নাচ শেষ করেছি।’

গানটি শুটিং করতে সময় লেগেছে দুইদিন। তবে শেষ পর্যন্ত গওহরের পারফরম্যান্সে নাকি খুশি হয়েছেন সরোজ খান।

বলিউড সিনেমায় এমন ভারি পোশাকে নাচ এবারই প্রথম নয়। এর আগে দেবদাস সিনেমায় মাধুরী দীক্ষিত ও চলতি বছর মুক্তি পাওয়া সঞ্জয় লীলা বানসালি পরিচালিত পদ্মাবত সিনেমায় দীপিকা পাড়ুকোনও অনেক ভারি পোশাকে নেচেছেন।