বিনোদন ডেস্ক: এক সময়ের নীল দুনিয়ার অভিনেত্রী সানি লিওন এখন বলিউডের বেশ জনপ্রিয় নায়িকা। সিনেমায় নিয়মতি অভিনয় করছেন, হয়েছেন তিন সন্তানের মা।
অভিনেত্রী সানি লিওনের এই জার্নি খুব একটা সহজ ছিল না। কানাডাবাসী মধ্যবিত্ত এক শিখ পরিবারের মেয়ে হয়ে সানি লিওন কেন পর্নগ্রাফিতে গিয়েছিলেন, সেখান থেকে কিভাবে বলিউডে জায়গা করে নিলেন এসব নিয়ে সাধারণ মানুষের কৌতূহল রয়েছে।
সানি লিওনকে নিয়ে মানুষের এই কৌতূহল মেটাতে ‘দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওন’ নামে ওয়েব সিরিজ আনছেন করণজিত্ কউর। ওয়েব সিরিজের টিজার মুক্তি পেয়েছে।
সামাজিক মাধ্যমে সেই টিজার শেয়ার করেছেন সানি লিওন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার জীবন খুব তাড়াতাড়িই একটা খোলা বই হয়ে যাবে।’