শ্রাবন্তীর সংসারে ভাঙনের সুর

বিনোদন ডেস্ক: শোবিজ তারকাদের সংসার ভাঙার তালিকায় এবার যুক্ত হতে যাচ্ছে আরেকটি নাম। তিনি জনপ্রিয় মডেল-অভিনেত্রী ইপসিতা শবনম শ্রাবন্তী। স্বামী মোহাম্মদ খোরশেদ আলমের সঙ্গে তার ৭ বছরের সংসারে ভাঙনের সুর এরই মধ্যে বেজে উঠেছে। গত ৭ই মে খোরশেদ আলম বগুড়া সদরের কালীতলার শিববাড়ি সড়কে শ্রাবন্তীর বাবার বাসায় তালাক নোটিশও পাঠিয়েছেন।

শ্রাবন্তী দীর্ঘদিন যাবৎ যুক্তরাষ্ট্রে ছিলেন। ২৫শে জুন দুই মেয়েকে সঙ্গে নিয়ে দেশে ফিরেছেন। ২৬শে জুন রাজধানীর খিলগাঁও থানায় তিনি স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতন আর যৌতুকের মামলা করেছেন। এখন শ্রাবন্তী রয়েছেন বগুড়ায়। বিষয়টি নিয়ে এরই মধ্যে তিনি মিডিয়ার কাছে মুখও খুলেছেন।

মিডিয়াকে তিনি বলেন, ২৫শে জুন দেশে আসার পর আমি রামপুরা বনশ্রীতে আলমের মা-বাবার সঙ্গে দেখা করতে যাই। কিন্তু আমাকে আর বাচ্চাদের ঢুকতে দেয়া হয়নি। গত এপ্রিল মাসে আলম যুক্তরাষ্ট্রে যায়। ওই সময় আমার সঙ্গে কোনো যোগাযোগও করেনি। আমার দুই বাচ্চা সেখানে সরকারের কাছ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ পায়। আলম আমাকে না জানিয়ে ব্যাংক থেকে সেই ছয় হাজার ডলারও তুলে নিয়ে আসে। সেখানে বাচ্চাদের নিয়ে কীভাবে চলবো, কী খাওয়াবো, তা ভাবেনি। ও বাচ্চাদের সঙ্গেও প্রতারণা করেছে।

উল্লেখ্য, খোরশেদ আলম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক। পাশাপাশি তিনি এনটিভির মহাব্যবস্থাপক (অনুষ্ঠান) ছিলেন। কাজ করেছেন চ্যানেল নাইনেও।

মিডিয়ার কাছে স্বামীর বিরুদ্ধে শ্রাবন্তী অভিযোগ করে আরো বলেন, সম্প্রতি তাদের মাঝখানে আরেকটি মেয়ে চলে এসেছে। সে মালয়েশিয়ায় থাকে। বিবাহিত। এখন আলমের সঙ্গে প্রেম করছে। আর এখানেই বেধেছে সব বিপত্তি। আমি এই সম্পর্কের বিষয়টি জানার পর থেকেই আলমের আচরণ পাল্টে যায়। এসব নিয়ে কথা বলায় সে আমাকে মারধরও করেছে।

আবার অভিনয়ে ফিরবেন কিনা জানতে চাইলে শ্রাবন্তী বলেন, অভিনয় আর করবো না। আর সহসা যুক্তরাষ্ট্রেও ফিরছি না। যেভাবেই হোক, আমি আমার সংসার রক্ষার চেষ্টা করবো।

এদিকে বিষয়টি নিয়ে শ্রাবন্তীর স্বামী খোরশেদ আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তালাকের নোটিশ পাঠানোর বিষয়টি সত্যি। এর কারণ হলো শ্রাবন্তীর সঙ্গে আমার মানসিক দূরত্ব বেড়ে চলছিলো। তাছাড়া তার চলাফেরাও সামাজিক ছিলো না, বরং বেপরোয়া ছিলো। আরো কিছু অরুচিকর প্রসঙ্গ আছে, যেটা আমি আর বলতে চাইছি না। দীর্ঘ সময় ধরেই এটা চলে আসছিলো।

তিনি আরো বলেন, আমি চাই দুই মেয়ের দায়িত্ব নিতে। কারণ আমি জানি শ্রাবন্তী মাতৃসুলভ না। আমার দুই মেয়ের যত্ন সে করতে পারবে না। সুতরাং তাদের ভালোর জন্যই আমি চাই তাদেরকে আমার কাছে রাখতে।