কোটা সংষ্কার আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, যশোর: কোটা সংস্কার আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় নেতাদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে কেন্দ্রিয় কমিটির নির্দেশনা সোমবার যশোরে মানববন্ধন কর্মসূচি পালন হয়েছে। গতকাল বিকালে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

kota newsসংগঠনটির যশোর জেলার যুগ্ম আহ্বায়ক আফরোজা সুলতানা মৌ এর নেতৃত্বে মানববন্ধনে সরকারী এম এম কলেজ, সিটি কলেজ ও উপশহর ডিগ্রী কলেজের শিক্ষাার্থীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী গত শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় গ্রন্থাগারের সামনে জড়ো হলে ছাত্রলীগের নেতা কর্মীদের হামলার শিকার হয় নেতৃবৃন্দ।

এতে সংগঠনটির যুগ্ম আহ্বায়ক নুরুল হক, যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, হাসান আল মামুন, ফারুক হোসেনসহ অনেকে গুরুতর আহত হন। এছাড়া রবিবার সকালে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খানকে শাহবাগ থানায় তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় গ্রেপ্তার করা হয়। এ সকল হামলার প্রতিবাদ, গ্রেফতারকৃতদের দ্রুত মুক্তি এবং দ্রুত প্রজ্ঞাপন জারির দাবি জানানো হয়। এতে যশোর জেলার যুগ্ম আহ্বায়ক আফরোজা সুলতানা মৌ বলেন, ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে একটি শান্তিপূর্ণ আন্দোলনের ওপর হামলা বা মামলা কোনভাবেই করো কাম্য নয়। এ বিষয়ে আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করি। আমরা আশা করি তিনি শিক্ষার্থীদের দাবি পূরণ করে দ্রুত প্রজ্ঞাপন জারির ব্যবস্থা করবেন। পাশাপাশি মিথ্যা মামলায় গ্রেফতার সকলকে মুক্তি দিয়ে হামলাকারীদেরকে আইনের আওতায় আনবেন। সরকারী মাঈকেল মধূসুদন (এমএম) কলেজের শিক্ষার্থী আফরোজা সুলতানা মৌ, আরিফুজ্জামান, হুমায়ন কবীর, অভিজিৎ রায়, আশিকুর রহমান, শুভ রায়, মামুন হোসেন, পলাশ পালসহ বিভিন্ন বিভাগের আরো অনেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।