যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর হত্যাকারীকে আটকের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিজলী খাতুনের হত্যাকারীকে আটক ও দৃষ্টান্ত শাস্তির দাবিতে সহপাঠীরা মানববন্ধন করেছে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এমানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সহপাঠী এবং শিক্ষকরা অবিলম্বে বিজলী হত্যাকারীদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

human chainপ্রসঙ্গত, রোববার সন্ধ্যায় বিজলীর স্বামী বাঘারপাড়ার সলুয়া গ্রামের সেলিম শ্বাসরোধে হত্যা করে। তার ১ বছরের একটি ছেলে রয়েছে। সে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের তৃতীয় ব্যাচের ছাত্রী ছিল। ইতোপূর্বে তার পড়াশোনা বন্ধ করে দিয়েছিল শ্বশুরবাড়ির লোকজন।
বিজলী ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নাটোপাড়ার সাইফুল খানের মেয়ে।