বিএফইউজে নির্বাচন স্থগিত

bfujযশোর: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নির্বাচন স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার প্রথম শ্রম আদালতের চেয়ারম্যান ড. শাজাহান এ নির্বাচন স্থগিতের আদেশ দিয়েছেন। দুই প্রার্থীর করা মামলার প্রেক্ষিতে এই স্থগিতাদেশ দেওয়া হয়।

আদালতের এই আদেশের কারণে ৬ জুলাই ২০১৮ শুক্রবার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যশোর ইউনিটের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। পরবর্তীতে নির্বাচনের তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অসীম বোস।