যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার: যশোরে ‘বন্দুক’ যুদ্ধে হত্যা মামলার আসামি আকাশ নিহত হয়েছে। পুলিশ ভোররাতে শহরের শংকরপুর বাবলাতলার কাছ থেকে উদ্ধার করেছে। আকাশ শহরের ঘোপ বউবাজার এলাকার কুদ্দুস ঢালির ছেলে। তার বিরুদ্ধে যুবলীগ নেতা লিটন হত্যা মামলা রয়েছে।

কোতয়ালি থানার এসআই তারেক নাহিয়ান বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে বাবলার অদুরে দুই দল সন্ত্রাসীর মধ্যে বন্দুক যুদ্ধ হচ্ছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে গুলিবিদ্ধ এক যুবককে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সফিউল্লাহ সবুজ তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ এসময় একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি ও ৫টি বোমা উদ্ধার করেছে।

শুক্রবার সকালে যশোর জেনারেল হাসপাতালে নিহত আকাশের বোন মিনু ঢালি ও ভগ্নিপতি সাগর হোসেন লাশ শনাক্ত করে বলেন, আকাশ ঘোপ নওয়াপাড়া রোডের বৈদ্যুতিক সুইচ কারখানায় কাজ করতো। এক সপ্তাহ আগে সে বাড়ি থেকে ঢাকায় যায়। গতরাতে সে ঢাকা থেকে যশোরে এসেছিল। তারপর সে নিখোঁজ হয়। সকালে সংবাদ পেয়ে হাসপাতালে এসে লাশ সনাক্ত করি।

কোতয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল বাশার বলেন, নিহতের বিরুদ্ধে কোন মামলা রয়েছে কিনা জানি না।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, যুবলীগ নেতা লিটন হত্যা মামলার অন্যতম আসামি আকাশ হোসেন। লিটন হত্যার পর সে পালিয়ে যায়।