বিনোদন ডেস্ক: এর মধ্যে সবাই জেনে গেছে অভিনেতা সঞ্জয় দত্ত’র জীবনী চলচ্চিত্র ‘সঞ্জু’ ব্লকবাস্টার হয়েছে। তাতে সঞ্জয়ের কী লাভ? এটা সত্য এতে তার ইমেজ অনেক ভাল হয়েছে। অনেকে এমনকি বলাবলিও করছে এই চলচ্চিত্রটি আসলে তার ইমেজ পরিষ্কার একটি প্রয়াস। তবে ঘটনা ঘটার এতো বছর পর তার প্রয়োজনীয়তা কী?
আসল কথা হচ্ছে বিনিয়োগকারীদের ছাড়া কাহিনীর উৎস অভিনেতাটি নিজেও নাকি আকর্ষণীয় পরিমাণ অর্থ পাচ্ছেন।
সংশ্লিষ্ট এক সূত্র বলেছে, “কোনও অর্থ বিনিময় ছাড়া ‘সঞ্জু’ কাহিনী লেখা হয়নি। সঞ্জয় দত্ত’র কর্মীরা কঠিনভাবে এই বিষয়টি নিয়ে দরাদরি করেছে।
তারা শেষ পর্যন্ত ৯ থেকে ১০ কোটি রুপিতে রাজি হয়েছে, সঙ্গে বক্স অফিস থেকে আয়ের একটি লভ্যাংশ রয়েছেই। সব স্থির হবার পরই প্রযোজক বিধু বিনোদ চোপড়া এবং রাজকুমার হিরানিকে সঞ্জয় দত্ত’রে জীবনে প্রবেশাধিকার দেয়া হয়েছে।”
আবশ্যিকভাবে তার জীবনের কিছু ঘটনা আর কিছু মানুষকে তার জীবনী থেকে সঞ্জয়ের অনুরোধেই ‘ব্লক’ করা হয়েছে। এর মধ্যে আছে সঞ্জয়ের কয়েকজন প্রেমিকার নাম, যাদের পরে বিয়ে হয়েছে এবং সফল দাম্পত্য জীবন যাপন করছে তারা।
সূত্র আরও বলেছে, “প্রথমেই নিশ্চিত করা হয়, এটি একটি নির্বাচিত জীবনী চলচ্চিত্র হবে, আর তাতেই রাজকুমার হিরানি সায় দিয়েছিলেন।”