ঝিকরগাছা প্রেসক্লাবের পক্ষে থেকে বিদায়ী ওসি মাসুদ করিমকে সংবর্ধনা

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: ঝিকরগাছা প্রেসক্লাবের পক্ষ থেকে থানার বিদায়ী অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিমকে এক বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। বিদায়ী অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম দীর্ঘ ২ বছর ঝিকরগাছা থানায় সুনামের সাথে দায়িত্ব পালন করেন। মঙ্গলবার থেকে তিনি বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন করবেন।

jkr newsসোমবার বিকালে প্রেসক্লাবের সভাপতি খন্দকার বশীর আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুছা মাহমুদ, সাধারন সম্পাদক ইমরান রশীদ ও সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন সহসভাপতি আতাউর রহমান জসি, যুগ্ম সম্পাদক কামারুজ্জামান কামাল, তরিকুল ইসলাম, উপাধ্যক্ষ ইলিয়াজ উদ্দিন, এম আর মাসুদ, আবু সাইদ মিলন, আবুল কালাম আজাদ, মতিয়ার রহমান, একরামুল হক খোকন প্রমূখ।