‘এমবাপ্পের উত্থান মেসির মতোই’

messiস্পোর্টস ডেস্ক: দেখতে দেখতে অন্তিমলগ্নে এসে পৌঁছেছে রাশিয়া বিশ্বকাপ। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে সেমিফাইনাল লড়াই। প্রথম সেমিতে মুখোমুখি হবে ফ্রান্স-বেলজিয়াম। সেই মহারণের আগে কিলিয়ান এমবাপ্পের প্রশংসায় পঞ্চমুখ রেড ডেভিল তারকা নাসের চ্যাডলি। বললেন, ফ্রেঞ্চ ফরোয়ার্ডের উত্থান মেসির মতোই।

জাপানের বিপক্ষে বেলজিয়ামের ৩-২ গোলের জয়ের ম্যাচে নাটকীয়ভাবে শেষ গোলটি করেন চ্যাডলি। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে গোল না পেলেও স্বমহিমায় উজ্জ্বল ছিলেন। ধরেই নেয়া হচ্ছে সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষেও খেলবেন তিনি।

চ্যাডলি বলেন, এমবাপ্পের দ্রুতগতির উত্থান মেসির মতো। ফুটবলে ছোট ম্যাজিসিয়ানের আবির্ভাব যেভাবে ঘটেছিল, ঠিক সেইভাবেই তার তারকাদ্যুতি ছড়িয়েছে।

এ বেলজিয়ান মিডফিল্ডার বলেন, এত অল্প বয়সে এমবাপ্পে যা করছে, আগে কখনো আমি তা দেখিনি। একমাত্র মেসি ছাড়া।

২৮ বছর বয়সী ফুটবলার বলেন, এমবাপ্পেকে থামানো কঠিন। সে খুবই ক্ষীপ্রগতির ফুটবলার। তার মধ্যে অনেক গুণ আছে। ও খুবই কৌশলী। তাকে নিয়ে বাড়তি সতর্কতা দরকার।