মহাসড়কে মোটরসাইকেলের জন্য আলাদা লেনের দাবি এমপি মনিরের

monirনিজস্ব প্রতিবেদক: যানজট নিরসনে দেশের সকল মহাসড়কে মোটরসাইকেলের জন্য আলাদা লেন করার দাবি জানিয়েছেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির। সোমবার অনুষ্ঠিত দশম জাতীয় সংসদের ২১তম অধিবেশনে এক সম্পূরক প্রশ্নে সেতুমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এ দাবি জানান।

সম্পূরক প্রশ্নে এমপি মনির বলেন, ‘আমি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে নোটিশ দিয়েছি। আমার নোটিশের বিষয়বস্তু হচ্ছে, রাজধানিসহ বিভাগীয় শহরের সকল মহাসড়ক এবং আমার নির্বাচনী এলাকার উপর দিয়ে ৩৮ কিমি যশোর-বেনাপোল মহাসড়ক বয়ে গেছে। সেখানে মোটরসাইকেল চলাচলের জন্য আলাদা লেন করা প্রসঙ্গে।’

তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ। মানুষের জীবনে যেমন পরিবর্তনের সুযোগ আসে, ঠিক তেমনি সময় এসেছে বাংলাদেশের। দেশের রাজধানিসহ বিভাগীয় শহর সকল মহাসড়কগুলোতে বাস, ট্রাক, ট্রাম্পুর পাশাপাশি রাস্তাগুলো দিয়ে মোটরসাইকেলগুলো সমানভাবে যেতে পারতো আমার ধারণা যানজটের বিরাট একটা অংশ নিয়ন্ত্রণের আওতায় নিয়ে আসা যেত। পৃথিবীর অন্যসব উন্নত দেশে যেভাবে মোটরসাইকেল চলাচলের ব্যবস্থা করে যানজটের চাপ কমিয়েছে তেমনি আমাদের দেশে মোটরসাইকেলের জন্য যদি আলাদা লেন করা হয় তাহলে মোটরসাইকেল আরোহীর ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হতো না।’

তিনি আরো বলেন, ‘জনসাধারণের কথা বিবেচনা করলে উপরোক্ত বিষয়টি অতীব জরুরী এবং জনগুরুত্বপূর্ণ। তাই আমি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।’