আইটেম কন্যা থেকে বেরিয়ে

bipasa kabirবিনোদন ডেস্ক: ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে পরিচিতি পাওয়ার পর চলচ্চিত্রের আইটেম গানে নিয়মিত হয়ে উঠেন বিপাশা কবির। মাঝে বেশ কয়েকটি ছবিতে তাকে আইটেম কন্যা হিসেবে দেখা গেছে।

তবে আইটেম কন্যা থেকে বেরিয়ে একজন অভিনেত্রী হিসেবে নিয়মিত কাজ করছেন এখন তিনি। বিপাশা কবির এরইমধ্যে নায়িকা হিসেবে ‘গুণ্ডামী’, ‘ক্রাইম রোড’, ‘খাস জমিন’ ছবিতে কাজ করেন।

তিনি বলেন, বর্তমানে ভালো গল্পের ছবিতে কাজ করার চেষ্টা করছি। আমি এরইমধ্যে রাশিদ পলাশ ভাইয়ের নতুন ছবি ‘পদ্মাপুরাণ’-এ কাজ করছি। বৈচিত্র্যময় একটি চরিত্রে দর্শক আমাকে এ ছবিতে দেখতে পাবেন। এ ছবিতে অভিনয়ের অনেক সুযোগ রয়েছে আমার। ছবিটির চিত্রনাট্য করেছেন রায়হান শশী। ইতিমধ্যে রাজশাহীতে পদ্মার ধারেই ৫০ শতাংশ চিত্রধারণ সম্পন্ন হয়েছে। আশা করি, দর্শক ছবিটি পছন্দ করবেন।

বিপাশা কবির আরো বলেন, গল্পের একজন শিল্পীকে একটি ছবিতে কাজ করতে হয়। কারণ ছবির গল্পটা দর্শক বেশি পছন্দ করেন। সেই সঙ্গে গল্পের চরিত্র। দর্শকের মনে দাগ কাটবে তেমনই একটি ছবি ‘পদ্মাপুরাণ’।

এ ছবিতে সিনিয়র অভিনয়শিল্পী চম্পা ও শম্পা রেজা আপাসহ আরো অনেকে কাজ করছেন। পদ্মার তীরবর্তী অঞ্চলের মানুষের জীবন বদলে যাওয়ার গল্পই থাকছে এ ছবিতে। আমাকে দর্শকরা নতুন রূপে এ ছবিতে দেখতে পাবেন।