ফাহিমার হ্যাটট্রিকে মেয়েদের ‘হ্যাটট্রিক’ জয়

bangladesh woman tigerস্পোর্টস ডেস্ক: মাত্রই ভারতকে হারিয়ে এশিয়া কাপ ঘরে তুলল বাংলাদেশের মেয়েরা। এর পরই আয়ারল্যান্ডের বিপক্ষে জিতেছে টি-টোয়েন্টি সিরিজ। এটিই বাংলাদেশ নারী দলের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়। এবার বিশ্বকাপ বাছাইপর্বে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ফাহিমা খাতুনের হ্যাটট্রিকের দিনে বাংলাদেশের মেয়েরা সংযুক্ত আরব আমিরাতকে ৮ উইকেটে হারিয়ে গ্রুপসেরা হয়ে নিশ্চিত করেছে সেমিফাইনাল।

টানা তৃতীয় ম্যাচে টসে জিতে বরাবরের মতো প্রতিপক্ষকে ব্যাট করতে আমন্ত্রণ জানান সালমা-ফাহিমারা। ফাহিমা খাতুনের দুর্দান্ত বোলিং তাণ্ডবে মুখ থুবড়ে পড়ে আরব আমিরাতের মেয়েরা। বাংলাদেশের প্রথম হ্যাটট্রিক তুলে নিয়ে ফাহিমা প্রতিপক্ষকদের বেঁধে ফেলেন মাত্র ৩৯ রানে। তিন ম্যাচের মধ্যে বাংলাদেশের বিপক্ষে এটাই প্রতিপক্ষ মেয়েদের সর্বনিম্ন স্কোর। আমিরাতের পক্ষে ওপেনার ঈশা রোহিত সর্বোচ্চ ১৮ রান তোলেন। হ্যাটট্রিকসহ চার উইকেট লাভ করেন বাংলাদেশের ফাহিমা খাতুন। এ ছাড়া নাহিদা আহমেদ ও রুমানা আহমেদ দুটি করে উইকেট লাভ করেন।

৪০ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৬.৫ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশের মেয়েরা। নিগার সুলতানা দলের পক্ষে সর্বোচ্চ ২১ রান তোলেন।

বাংলাদেশের মেয়েদের মধ্যে প্রথম হ্যাটট্রিক পাওয়া ফাহিমা খাতুন চার উইকেট লাভ করে ম্যাচসেরা নির্বাচিত হন। এর আগের ম্যাচেও আইরিশদের বিপক্ষে তিনি তিন রানের বিনিময়ে তিন উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন।

বৃহস্পতিবার সেমিফাইনালের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। ফাইনালে উঠলেই আগামী বিশ্বকাপের টি-টোয়েন্টি খেলা নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের নারী ক্রিকেটারদের।