কার্লাইলকে কেন বাংলাদেশে আসতে দেওয়া হচ্ছে না প্রশ্ন মঈন খানের

moin khanঢাকা: খালেদা জিয়ার আইনজীবী হিসেবে নিযুক্ত করা ব্রিটিশ আইনজীবী লর্ড কার্লাইলকে কেন বাংলাদেশে আসতে দেওয়া হচ্ছে না, এমন প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। বৃহস্পতিবার (১২ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত আলোচনা সভায় তিনি এই প্রশ্ন তোলেন।

মঈন খান বলেন, ‘লর্ড কার্লাইলকে ভারতে কেন ঢুকতে দেওয়া হলো না সে বিষয়ে আমি মন্তব্য করতে চাচ্ছি না। এটা ভারত সরকারের ব্যাপার। কিন্তু তিনি কেন বাংলাদেশে আসতে পারেন না? বাংলাদেশ কেন তাকে ভিসা দিচ্ছে না? আমরা তো তাকে খালেদা জিয়ার আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছি। কেন আজ পর্যন্ত তাকে বাংলাদেশের ভিসা দেওয়া হলো না? স্বাস্থ্য সেবার পাশাপাশি খালেদা জিয়ার আইনি সহায়তা পাওয়ারও অধিকার রয়েছে।’

বিএনপি আন্দোলন করতে জানে না আওয়ামীলীগ নেতাদের এমন বক্তব্যের সমালোচনা করে মঈন খান বলেন, ‘আওয়ামী লীগের নেতারা বলেন, বিএনপি আন্দোলন করতে জানে না। আমি তাদের সঙ্গে একমত। বিএনপি আওয়ামী লীগের মতো লগি-বৈঠার আন্দোলন করতে জানে না। বিএনপি জানে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন করতে। পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী সব ব্যারাকে রেখে তারা মাঠে নামুক তারপর দেখা যাবে কারা আন্দোলন করতে পারে আর কারা পারে না।’

সরকারের সঙ্গে কারও মতবিরোধ হলেই তার ওপর অত্যাচারের খড়গ নেমে আসে এমন অভিযোগ করে এই বিএনপি নেতা বলেন, ‘মাদক দমনের নামে বিচার বহির্ভূতভাবে অনেক মানুষকে হত্যা করা হয়েছে। মানুষের ক্ষেত্রে মানবাধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। জাতিসংঘ সনদে স্বাক্ষর করেও কিভাবে বিনা বিচারে মানুষ হত্যা করা হচ্ছে তা আমাদের বোধগম্য নয়। জাতিসংঘ কেন বাংলাদেশকে জবাবদিহি করে না? আজকের বাংলাদেশের পরিস্থিতি ২০১৪ সালের থেকেও খারাপ।’