‘বাংলাদেশ অনন্তকাল ধরে ভারতের সাথে বন্ধুত্ব সর্ম্পক অটুট রাখবে’

naran chandroস্টাফ রিপোর্টার, যশোর: যশোরে মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, ভারতের সাথে বাংলাদেশের গভীর বন্ধুত্ব সর্ম্পক বিদ্যমান। বাংলাদেশ প্রতিষ্ঠার শুরু থেকে আজ প্রতি সুখে-দুখে ভারত বাংলাদেশের পাশে রয়েছে। বাংলাদেশের জন্য ভারতের বড় অবদান রয়েছে। বাংলাদেশ অনন্তকাল ধরে ভারতের সাথে বন্ধুত্ব সর্ম্পক অটুট রাখবে।

বৃহস্পতিবার যশোর জিলা স্কুল অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধা সন্তানদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে মন্ত্রী প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। মুক্তিযোদ্ধা ট্রাস্ট একাডেমীর চেয়ারম্যান আবুল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার মি.আরকে রাইয়ান ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রৌভিসি শাহিনুর রহমান।

বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হুসাইন শওকত ও যশোরে অঞ্চলের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি। এতে প্রধান অতিথি খুলনা বিভাগের ২‘শ২৭ জন মুক্তিযোদ্ধা সন্তানের হাতে ভারত সরকারের শিক্ষাবৃত্তি তুলে দেন।