শাকিবের সাথে চলচ্চিত্রে অভিনয় করতে আপত্তি নেই সুজানার

sujana sakibবিনোদন ডেস্ক: চলচ্চিত্রে অভিনয়ের জন্য উদগ্রীব হয়ে আছেন ছোট পর্দার মডেল-অভিনেত্রী সুজানা জাফর। বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওতে কাজ করে দারুণ সাড়া ফেললেও চলচ্চিত্রে তার কাজ করা হয়নি। বলা যায়, নিজের মনের মতো সিনেমা না পাওয়ায় কাজ করা হচ্ছে না।

সুজানা বলেন, সব অভিনেত্রীর স্বপ্ন থাকে সিনেমায় অভিনয় করার। আমি নিজেও চলচ্চিত্রে কাজ করতে চাই। তবে আমি যে ধরনের চলচ্চিত্রে অভিনয় করতে আগ্রহী তেমন চলচ্চিত্রের প্রস্তাব পাচ্ছি না। এখন আমাদের নানা ধরনের গল্পের চলচ্চিত্র নির্মাণ শুরু হয়েছে। হয়তো মনের মতো কোনও চলচ্চিত্রে কাজ করার সুযোগ পাব।

তিনি বলেন, শাকিব খানের সঙ্গে ভালো কোন সিনেমার অফার পেলে সিনেমায় আসতে আপত্তি নেই।

সুজানা বলেন, অভিনেত্রীই আমার পরিচয়। একজন অভিনেত্রী সব সময় চেষ্টা করেন ভালো মানের কাজ করতে। আমি কাজ নির্বাচনের ক্ষেত্রে সবসময়ই রুচিশীল। আমার কাছে ভালো কাজের অফার এলে আমি সানন্দে গ্রহণ করবো।