বিনোদন ডেস্ক: ২০১৪ সালে শহিদ কপুর ও শ্রদ্ধা কাপুরকে একসঙ্গে দেখা গিয়েছিল ‘হায়দার’ ছবিতে। এর পর আবার তারা একসঙ্গে আসছেন ‘বাত্তি গুল মিটার চালু’ ছবিতে। সম্প্রতি এই ছবির জন্যই একটি জমাটি গানের শুটিং করলেন তারা মুম্বাইয়ের মেহেবুব স্টুডিওতে। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের এবেলা পত্রিকা।
যদিও এখন লাগাতার বর্ষায় মুম্বাইয়ের জনজীবন প্রায় স্তব্ধ, তবু সঠিক সময়ে কাজ শেষ করার তাগিদ এই ছবির কলাকুশলীদের থামাতে পারেনি।
মিকা সিংয়ে’র গলায় ‘হার্ড হার্ড’ গানটিতে পা মিলিয়েছেন শহিদ-শ্রদ্ধা জুটি। গানটিতে সুর দিয়েছেন শচিত পরম্পরা। পেপি এই গানটির কোরিওগ্রাফ করেছিলেন নামকরা কোরিওগ্রাফার গণেশ আচার্য্য। প্রসঙ্গত এই গানের শুটিং দিয়েই এই ছবির শুটিংও সমাপ্তি হল। ছবির কালকুশলীরাও দারুন মজা করেই কাজ শেষ করেছন।
শ্রীনারায়ণ সিং পরিচালিত ‘বাত্তি গুল মিটার চালু’ ছবিটি মুক্তি পাবে এই বছরের শেষের দিকে। ছবিটির নাম থেকেই বোঝা যাচ্ছে ছবিটি মূলত রোমান্টিক কমেডি। তবে পরিচালক এখনই বেশি কিছু বলতে চাইছেন না এই বিষয়ে।
তবে শহিদ ও শ্রদ্ধা দুজনেই বেশ ভাল নাচেন। তাই দর্শকের নজর থাকবে এই জুটির নতুন ছবি মুক্তির দিকে। নাচে গানে মজায় ভরপুর একটি ছবি হতে চলেছে ‘বাত্তি গুল মিটার চালু’।