নগ্নতায় উত্তাপ ছড়ানোয় পর্নফিল্মে ডাক!

বিনোদন ডেস্ক:  নগ্নতার মাধ্যমে সমালোচিত হওয়ার পর এবার পর্নফিল্মে ডাক পেলেন অভিনেত্রী রাজশ্রী দেশপাণ্ডে! মালয়লাম সিনেমা ‘সেক্সি দুর্গা’র পর নেটফ্লিক্সের ‘স্যাক্রেড গেমস’ নিয়ে বিব্রতকর অবস্থায় পড়তে হলো রাজশ্রীকে। কেউ কেউ তাকে পর্নো তারকার আখ্যাও দিয়েছেন। তখনই বুঝা গিয়েছিল যথেষ্ট সাহসী অভিনেত্রী তিনি।

এনডিটিভি বলছে, আট পর্বের ওয়েবসিরিজটিতে বেশ অন্তরঙ্গ হয়ে অভিনয় করতে হয়েছে রাজশ্রীকে। সেখানে গ্যাংস্টার গণেশের অর্থাৎ নওয়াজউদ্দিন সিদ্দিকীর স্ত্রীর চরিত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন তিনি।

নেটফ্লিক্সের অরিজিনাল সিরিজ ‘সেক্রেড গেমস’-এর জন্য রাজি হয়েছিলেন রাজশ্রী। গ্যাংস্টার গণেশ গাইতুণ্ডের স্ত্রীয়ের ভূমিকায় অভিনয় করেন তিনি। চরিত্রটি বেশিক্ষণ স্ত্রিনে থাকবে না। কিন্তু এর গুরুত্ব অপরিসীম। এমন চরিত্রে অফার পেয়ে হয়তো আপ্লুতই হয়েছিলেন রাজশ্রী। কিন্তু তখন কি আর তিনি জানতেন এই নগ্ন দৃশ্যে অভিনয়ের জন্য তাকে একেবারে নীল ছবির অফার দেওয়া হবে?

সম্প্রতি এক সাক্ষাৎকারে ওই প্রসঙ্গে রাজশ্রী বলেন, ‘স্যাক্রেড গেমস’ প্রচার হওয়ার পরই বেশ বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে। কেউ কেউ তাকে পর্নো তারকার আখ্যাও দিয়েছেন।

তিনি বলেন, ওই দৃশ্য করতে ব্লাউজ খোলাটা আমার জন্য একটা বড় ব্যাপার ছিল। তারপরও আমি তা করেছি। কিন্তু সেই দৃশ্য এখন তো হোয়াটসঅ্যাপে ঘুরছে! পর্দায় তার অভিনয়ের খোলামেলা দৃশ্য ভাইরাল হয়ে যাওয়ার পর বেশকিছু পর্নো ওয়েবসাইটেও তা ব্যবহার করা হয়েছে বলে জানান রাজশ্রী।

তিনি বলেন, খুবই বিব্রতকর! এখনও আমাকে অনেক ম্যাসেজ পাঠাচ্ছে; ম্যাসেজ পাঠিয়ে বলেছে, আমি নাকি পর্নো তারকা। এমন পরিস্থিতিতে বিস্মিত হলেও অগ্রাহ্য করাটাকেই ইতিবাচক বলে মনে করেন এই অভিনেত্রেী। রাজশ্রীর মন্তব্য, এমনটা আগেও হয়েছে। এই সব দৃশ্যে অভিনয় নিয়ে আমার স্বামীরও কোনও আপত্তি নেই। এ জন্য আমার অনুমতি নেওয়ার প্রয়োজন নেই।

প্রসঙ্গত, ‘স্যাকরেড গেমস’ ওয়েব সিরিজটি শুরু হওয়ার পর থেকেই এটি বিতর্কে জড়িয়ে পড়েছে। নেটফ্লিক্স ও ওয়েব সিরিজের নির্মাতাদের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে।