সাভার প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন নিপীড়নের হুমকি দেওয়ায় ছাত্রলীগ নেতাকর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসুচী পালন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুরে সরকার ও রাজনীতি পরিবারের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের অমর একুশের সামনে এ মানববন্ধন কর্মসুচী পালন করেন তারা।
এসময় হুমকিদাতা ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন অবিলম্বে ব্যবস্থা না নিলে ক্যাম্পাসে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
শাখা ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীর বিরুদ্ধে এই অভিযোগ দেয় বিশ্ববিদ্যালয় ছাত্রী। এদিকে, অভিযুক্ত তিন ছাত্রলীগ নেতাকর্মী ঐ ছাত্রীর বিরুদ্ধে মানহানির অভিযোগ দিয়েছে বিশ্ববিদ্যারয় প্রশাসনের কাছে। আজ দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবার পৃথকভাবে লিখিত অভিযোগ জমা দেন তাঁরা।