এক সপ্তাহ পেছালো ‘ভাইজান এলো রে’

বিনোদন ডেস্ক: গত ঈদুল ফিতরে বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা ছিল কলকাতার এসকে মুভিজের নতুন ছবি ‘ভাইজান এলো রে’-এর।

পরে আদালতের হস্তক্ষপে ছবিটি মুক্তির তারিখে আসে পরিবর্তন। ঈদের মতো বড়ো উৎসবে ভিনদেশি সিনেমা প্রদর্শনের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে আদালত।

ঈদ উৎসব শেষ হওয়ার পর এখন অবশ্য ছবি মুক্তিতে কোনো বাধা নেই। সম্প্রতি ‘ভাইজান এলো রে’ সেন্সরে জমা হয় এবং ছবিটি বিনা কর্তনে ছাড়পত্র পায়। এসকে মুভিজের এ ছবিটি বাংলাদেশে আমদানি করেছে এন ইউ এন্টারপ্রাইজ।

আগামী শুক্রবার ছবিটি মুক্তি দেওয়ার কথা থাকলেও বর্তমানে সিদ্ধান্তে পরিবর্তন এসেছে। ভারতের এসকে মুভিজের ব্যবস্থাপনা পরিচালক অশোক ধানুকা আজ সকালে জানান, কলকাতার জিৎ ও বাংলাদেশের মিম অভিনীত ‘সুলতান : দ্য সেভিয়ার’ ছবিটি আসছে শুক্রবার মুক্তি পাবে।

আর আমরা ‘ভাইজান এলো রে’ আগামী শুক্রবার অর্থাৎ এক সপ্তাহ পিছিয়ে ২৭শে জুলাই মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কারণ, এই শুক্রবার বেশিরভাগ ভালো সিনেমা হলগুলোতে চলবে ‘সুলতান’ ছবিটি। এ ছবিটির পরিবেশনায় রয়েছে জাজ মাল্টিমিডিয়া।

তাদের এখানে বিভিন্ন সিনেমা হলে মেশিনও রয়েছে। তাই তাদের সঙ্গে কোনো বাগবিত-ায় আমরা যাচ্ছি না।

আমরা ২৭শে জুলাই মুক্তি দেব ‘ভাইজান এলো রে’ ছবিটি। তবে আমার মনে হয়, এ ছবিটি একই দিনে অর্থাৎ ২০শে জুলাই মুক্তি পেলে আরো ভালো হতো। ‘ভাইজান এলো রে’ ছবিটি নির্মাণ করেছেন কলকাতার জয়দীপ মুখার্জী।

এতে অভিনয় করেছেন শাকিব খান, শ্রাবন্তী (কলকাতা), পায়েল সরকার (কলকাতা), শাহেদ আলী, দীপা খন্দকার, মনিরা মিঠু, রজতাভ দত্ত (কলকাতা) প্রমুখ। জানা যায়, গত ঈদে পশ্চিমবাংলায় মুক্তি পাওয়ার পর বেশ ভালো ব্যাবসা করেছে ‘ভাইজান এলো রে’ ছবিটি।