বিনোদন ডেস্ক : বাংলা সিনেমার ‘মহানায়ক’ বুলবুল আহমেদ, চলচ্চিত্রের প্রিয় মুখ দিলদার, আমির হোসেন বাবু, রানী সরকার, ফিরোজ ইফতেখার, রহমান, আবদুল করিম খান, শামসুদ্দিন টগর, মনির হোসেন, পাপিয়া সেলিম, রাতিনসহ অনেকে ‘জুলাই’ মাসের বিভিন্ন তারিখে চলে গেছেন পৃথিবী ছেড়ে।
তাদের স্মরণে বিশেষ আয়োজন করেছে বাংলাদেশে চলচ্চিত্র শিল্পী সমিতি। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান জানান, এই গুণী শিল্পীদের হারিয়ে আমরা শোকাহত।
আজ বাদ আসর এফডিসিতে শিল্পী সমিতির কার্যালয়ে জুলাই মাসে চলে যাওয়া সকল শিল্পীদের সম্মান জানাতে ও স্মরণ করতে আমাদের এ আয়োজন। এতে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এরই মধ্যে বুধবার সকাল ১০টা থেকে বিএফডিসিতে কোরআন খতম পাঠ শুরু হয়েছে।
আর বাদ আসর বিএফডিসির আর্টিস্ট স্টাডি রুমে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।