বিনোদন ডেস্ক: বির্তকের আতুড় ঘরে পরিণত হয়েছে ‘সেক্রেড গেমস’ ওয়েব সিরিজ। মুক্তির পরের দিন থেকেই যেন তা জেকে বসেছে খোলামেলা দৃশ্য, রাজনৈতিক প্লট এসবের কারণে।
কুবরা সেট নওয়াজের লভ ইন্টারেস্ট আর রূপান্তরকামীর চরিত্রে অভিনয় করে এই ওয়েব সিরিজে অন্য মাত্রা যোগ করেছেন মডেল এবং অভিনেত্রী।
এই ওয়েব সিরিজে চরিত্রের নাম কুকু। তিনি একজন বার ড্যান্সার, রূপান্তকারী না জেনেই প্রেমে পড়ে যান গণেশ গাইতুন্ডে অর্থাৎ নওয়াজ। কুবরা বলেছিলেন রূপান্তরকামীর চরিত্রে অভিনয় করাটা সোজা কথা নয় ছিলনা।
নুড সিনে অভিনয় করতে কঠিন কসরত করতে হয়েছিল কুবরাকে। তিনি বলেন, ‘সাত বার টেক নিয়েছিলেন কাশ্যপ। আর প্রত্যেক বার আমাকে এসে সরি বলতেন। আর বলতেন প্লিজ! আমাকে ঘৃণা করো না, আরেকটা টেক নেব।’
তিনি আরও বলেন, ‘সাত বার টেক দিয়েছিলাম। আর যত বার এই দৃশ্যের জন্য ক্যামেরার সামনে দাঁড়াতাম, সত্যিই কাঁদতাম। টেক হয়ে যাওয়ার পর তো ফ্লোরে বসে কাঁদতাম।
অনুরাগ স্যার এসে আমায় জড়িয়ে ধরতেন আর বার বার থ্যাঙ্ক ইউ বলতেন।’ তবে দৃশ্যটি যে কেমন হয়েছে তা বুঝে উঠতে পারছিলেন না কুবরা।
বললেন, ‘যেই না আমি ফ্লোর থেকে বেরিয়ে গেলাম, সবাই হাততালি দিতে লাগল। এত ভাল একটা দৃশ্য দাঁড়াবে, আমার ধারণাই ছিল না।”