মৌসুমী হামিদের আট মিনিট

Moushumi Hamidবিনোদন ডেস্ক: বিভিন্ন ক্ষেত্রে নারীর ওপর যৌন নিপীড়ন, সহিংসতা ও হয়রানি নিয়ে এখন সরব বিশ্ব। গত বছর কর্মক্ষেত্রে যৌন হয়রানি ঠেকাতে হলিউডে শুরু হয় ‘মিটু’ ও ‘টাইমস আপ’ কর্মসূচি। বাংলাদেশেও এবার তেমনই একটি সচেতনতা অভিযান শুরু হয়েছে।

৯ জন নির্মাতা মিলে হ্যাশট্যাগ দিয়ে ‘আই স্ট্যান্ড ফর ওমেন’ নামের একটি উদ্যোগ হাতে নিয়েছেন। তেমনই একটি কাজে যুক্ত হয়েছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। আট মিনিটের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে সম্প্রতি কাজ করেছেন তিনি।

নাম ‘অসম্ভাবিত’। মৌসুমী হামিদ জানান, ভিন্নধর্মী একটি কাজ এটি। এ কাজটি করে বেশ ভালো লেগেছে। এখানে মৌসুমী হামিদের বিপরীতে অভিনয় করেছেন আরেক দর্শকপ্রিয় অভিনেতা শতাব্দী ওয়াদুদ।

‘অসম্ভাবিত’ রচনা ও পরিচালনা করেছেন আশিকুর রহমান। তিনি এই স্বল্পদের্ঘ্য চলচ্চিত্রের প্রসঙ্গে বলেন, আট মিনিটের এই স্বল্পদৈর্ঘ্যটি অনলাইন প্লাটফর্মের জন্য নির্মাণ করেছি। চলমান বাস থেকে শেষ দুজন যাত্রী নেমে যায়। বাস ড্রাইভার সাজেদুল বাসটি নির্জন রাস্তায় থামায়, সঙ্গে থাকে বাসের হেলপার। বাসযাত্রী একলা তরুণীটিকে ধর্ষণের চেষ্টা করে ড্রাইভার সাজেদুল। যখন সে মেয়েটির ওপর ঝাঁপিয়ে পড়ে তখন সে টের পায় তার পেটে একটা পিস্তল ঠেকানো। তারপর ঘটতে থাকে নানা ঘটনা। এখানে বাস ড্রাইভার সাজেদুলের চরিত্রে শতাব্দী ওয়াদুদ এবং তরুণীর চরিত্রে মৌসুমী হামিদ অভিনয় করেছেন। আশা করি, কাজটি দর্শক পছন্দ করবেন।

‘আই স্ট্যান্ড ফর ওমেন’ উদ্যোগে আরো কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করছেন বিভিন্ন নির্মাতারা। এগুলো দেশের সব শ্রেণির দর্শকের কথা মাথায় রেখে নির্মাণ করা হয়েছে বলে জানা যায়। জানা গেছে, ২৬শে জুলাই উদ্বোধনী প্রদর্শনীর পর ছবিগুলোর প্রদর্শনী হবে বিভিন্ন জেলায়।