রণবীর কাপুরের বিরুদ্ধে ভাড়াটিয়ার মামলা

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা রণবীর কাপুরের এক ভাড়াটিয়া তার বিরুদ্ধে ৫০ লাখ টাকার মামলা করেছেন। আগামী ২৮ আগস্ট এ বিষয়ে শুনানি হবে বলে জানিয়েছে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম।

খবরে বলা হয়, শীতল সূর্যবংশী নামে এক নারী ২৪ মাসের জন্য ভাড়া নিয়েছিলেন নায়কের একটি অ্যাপার্টমেন্ট। রণবীর কাপুরের ওই অ্যাপার্টমেন্টটি রয়েছে পুণের কল্যাণী নগরের ট্রাম্প টাওয়ারে।

২০১৬ সালের অক্টোবর মাসে ভাড়া নিয়েছিলেন শীতল। চুক্তি অনুযায়ী, প্রথম ১২ মাসের জন্য মাসিক ৪ লাখ টাকা ভাড়া দেওয়ার কথা ছিল।

পরের ১২ মাসের মাসিক ভাড়া হওয়ার কথা ছিল ৪ লাখ ২০ হাজার টাকা। সংবাদমাধ্যমকে শীতল জানিয়েছেন, তিনি ২৪ লাখ টাকা ‘ডিপোজিট’ও দিয়েছেন রণবীরকে।

এর পরও নাকি মাত্র ১১ মাসের মধ্যেই শীতলকে বাধ্য করা হয় বাড়ি খালি করতে। ফলে ২০১৭ সালের আগস্ট মাসেই ফ্ল্যাট ছেড়ে দেন শীতল সূর্যবংশী।

এর পর চলতি বছরের জানুয়ারি মাসে রণবীর কাপুরকে একটি নোটিশ পাঠান শীতল। তবে রণবীর নোটিশের কোনো উত্তর দেননি বলে দাবি শীতলের।

হঠাৎ করে বাড়ি ছেড়ে দেওয়ার ফলে তার পরিবারকে যে অসুবিধার মধ্যে পড়তে হয়, সে জন্যই ৫০.৪০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়েছেন শীতল।

ক্ষতিপূরণের সুদের অঙ্ক ১.০৪ লাখ টাকা। তবে রণবীর কাপুর এক বিবৃতিতে জানিয়েছেন, তিন মাস কোনো ভাড়াই দেননি শীতল সূর্যবংশী।

উল্লেখ্য, বলিউডের এ নায়ক বর্তমানে বুলগেরিয়ায় অবস্থান করছেন; সেখানে আলিয়া ভাটের সঙ্গে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং করছেন।