স্টাফ রিপোর্টার: যশোরে শশুর বাড়ি বেড়াতে যেয়ে প্রতিপক্ষের হামলায় সোহেল রানা (২২) নামে এক যুবক জখম হয়েছেন। প্রথমে তাকে উদ্ধার করে চৌগাছা স্বাস্থ্য কপল্পেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থা আশংকাজনক হলে শনিবার তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। আহত সোহেল সদর হৈবতপুর ইউনিয়নের মথুরাপুর মাঠপাড়া গ্রামের আয়ুব আলীর ছেলে।
আহত সোহেল জানান, ২১ জুলাই শনিবার সকালে তিনি চৌগাছা উপজেলার ফুলসারা গ্রামে শশুর আমজেদ আলীর বাড়িতে বেড়াতে যান। এরপর দুপুর দেড়টার দিকে তার শশুরের সাথে প্রতিবেশি ইদ্রিস আলী নামে এক ব্যক্তির জমি সংক্রান্ত বিরোধের জেরধরে কথাকাটাকাটি হয়। এক পর্যায় ইদ্রিসের নের্তৃত্বে রাসেলসহ সাত-আটজন দুর্বৃত্ত তার শশুর বাড়িতে হামলাকরে। সোহেল বাধাদিতে এলে হামলাকারীরা তাকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে পরিবারের অন্যে সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।