স্টাফ রিপোর্টার, যশোর: যশোর সদর উপজেলার ৪নং নওয়াপাড়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। হুমায়ুন কবীর তুহিনকে আহ্বায়ক ও মাসুদুর রহমান এবং নুর ইসলাম আলোকে যুগ্ম-আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের শহরের কাজীপাড়াস্থ বাসভবন কাজী শাহেদ আহমেদ সেন্টারে সদর উপজেলা যুবলীগের আহবায়ক অশোক কুমার বোস যুগ্ম-আহ্বায়ক মাজহারুল ইসলাম মাজহার ও শহীদুজ্জামান শহীদ স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ আহ্বায়ক কমিটি ঘোষণা।
এ অনুষ্ঠানে অশোক কুমার বোসের সভাপতিত্বে ও মাজহারুল ইসলাম মাজহারের সঞ্চলনায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সহ-সভাপতি মনির হোসেন টগর, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, সদস্য জাহিদুর রহমান লাবু, শহর যুবলীগের সভাপতি মাহামুদ হাসান মিলু, সদর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান রিপন ও সদর উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আশরাফুল ইসলাম রিপন।
২১ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটিতে সদস্য হয়েছেন টুটুল হোসেন(বোলপুর), খালেদুর রহমান টিটো(তালবাড়িয়া), তুহিদ হোসেন (ঘুরুলিয়া), মফিজুর রহমান মিন্টু(৫নং ওয়ার্ড), সেলিম রেজা (আড়পাড়া), মাসুম হোসেন (আড়পাড়া), আসাদুজ্জামান (তালবাড়িয়া), জাকির(শাহাপুর), মহিদুল ইসলাম (গোপালপুর), বাবু হোসেন (তরফ নওয়াপাড়া), শাকিল হোসেন, শামীম রেজা (পাঁচবাড়ীয়া), মতিয়ার রহমান (ছোট শেখহাটি), বিল্লাল হোসেন (নওদাগা), বকতিয়ার রহমান পিকুল, শহিদুল ইসলাম (তালবাড়িয়া), শরিফুল ইসলাম (শেখহাটি) ও মাহাবুব হোসেন (গোপালপুর)।
অনুষ্ঠান শেষে নওয়াপাড়া ইউনিয়নের নব-নির্বাচিত নেতৃবৃন্দ সিনিয়র নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান।