দায়িত্বে অবহেলায় জুড়ী থানার ওসি প্রত্যাহার

মৌলভীবাজার: দায়িত্বে অবহেলার দায়ে মৌলভীবাজারের জুড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিনকে প্রত্যাহার করে মৌলভীবাজার পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তাকে গত রোববার প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৩ জুলাই জুড়ী উপজেলা সদরের সায়েম আহমদ নামে জনৈক ব্যক্তির বাসায় যাওয়া সন্দেহজনক এক ব্যক্তি সম্পর্কে জানতে পুলিশ সেখানে যায়। এরপর বাসার মালিক পুলিশের সঙ্গে খারাপ আচরণ করে লাঞ্ছিত করে।

এ ঘটনায় জুড়ী থানায় পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করে। মামলার প্রধান আসামি সায়েমকে গ্রেফতার করে ছেড়ে দেয়ার অভিযোগ ওঠে ওসি জালালের বিরুদ্ধে। তবে সায়েমকে ফের গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ।

মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল জানান, কর্তব্যে অবহেলার দায়ে জুড়ী থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। ওই থানায় নতুন ওসি নিয়োগের প্রক্রিয়া চলছে।