সাভারে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

savar newsখোরশেদ আলম, সাভার: সাভারে আব্দুলাহ আল মামুন নামে কিশোর চালকে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে সাভারের কালিয়াকৈর এলাকার একটি জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ওই অটোরিকসা চালক দিনাজপুর জেলার ঘোরাঘাট থানার শালিকাদাহ গ্রামের তাকাববর হোসেনের ছেলে। সে সাভারের কৃষ্ণপুর এলাকায় আসলাম মিয়ার বাড়িতে একটি কক্ষ নিয়ে ভাড়া থাকতো।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির জানায়, ওই কিশোর অটোরিকশা নিয়ে সাভারের কৃষ্ণপুর এলাকার ভাড়া বাসা থেকে গতকাল সকালে বের হয় পরে রাতে আর ফিরে আসে না। অনেক খোঁজাখুজি করেও কোন সন্ধান পাওয়া যায়নি। পরে আজ পাশ্ববর্তী জঙ্গলে পলিথিন দিয়ে তার মুখ বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, র্দুবৃত্তরা অটোরিকশাটি ছিনতাইয়ের জন্য তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। অপরাধীদের গ্রেপ্তার করতে বিভিন্ন স্থানে অভিযান চলছে বলেও জানান তিনি।

এঘটনায় নিহতের স্বজন বাদী হয়ে সাভার মডেল থানায় অজ্ঞাতদের আসামী করে মামলা দায়ের করেছেন।