ঢাকা: রাজধানীর লালমাটিয়ার একটি মসজিদের সামনে থেকে জুম্মার নামাজ শেষে এক আওয়ামী লীগ নেতাকে সাদা পোষাকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। মোবাইলফোনটিও বন্ধ রয়েছে। নিখোঁজ আওয়ামী লীগ নেতা পারভেজ সরকার কুমিল্লার তিতাস উপজেলার সাবেক চেয়ারম্যান ও দলটির কুমিল্লা উত্তরের সভাপতি। তিনি আগামী সংসদ নির্বাচনে কুমিল্লা-২ (তিতাস-হোমনা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
আওয়ামী লীগ নেতা পারভেজকে তুলে নিয়ে যাওয়ার পরপরই লালমাটিয়ার মিনার মসজিদ এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
খবর পেয়ে তার স্বজনরা ওই এলাকায় ছুটে যান। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামালউদ্দিন মীর জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। সিসি টিভির ফুটেজও উদ্ধার করা হয়েছে। পারভেজের সন্ধান পেতে তৎপরতা চলছে বলে জানান তিনি।