ঢাকা: সোমবার অনুষ্ঠিত তিন সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের জয়ের বিষয়ে মন্তব্য করে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, উন্নয়ন ও দলীয় ঐক্যের কারণে এ বিজয় এসেছে।
সিলেট, রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডিস্থ দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ মন্তব্য করেছেন।
সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ জয়ের ব্যাপারে আশাবাদী। কারণ দেশনেত্রী শেখ হাসিনার উন্নয়নের রাজনীতি। সে উন্নয়নের সোনালি ফসল এই নির্বাচনের মধ্যে দিয়ে আমরা ঘরে তুলছি।
তিনি বলেন, আরেকটি দিক হচ্ছে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে অন্য কেউ এ মুক্তিযুদ্ধের দেশে বিজয়ী হতে পারে না।
ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে নিয়ে কাদের জানান, ইভিএমে যেসব ভোটকেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে, সেখানে আওয়ামী লীগের প্রার্থী এগিয়ে। কিন্তু সিলেটে বিএনপি প্রার্থী এগিয়ে আছেন।