সাব্বির কেন বারবার বিতর্কে জড়াবে?

Sabbir Rahmanস্পোর্টস ডেস্ক: সমালোচনা পিছু ছাড়ছে না সাব্বির রহমান রুম্মনের। ক্রিকেট মাঠে সমর্থককে পিটিয়ে এর আগেও শিরোনামে এসেছিলেন জাতীয় দলের এই ক্রিকেটার। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সাব্বিরের আচরণ নিয়ে কয়েকদিন ধরে সমালোচনা চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুই ক্রিকেটপ্রেমীকে অকথ্য ভাষায় গালাগাল করেছেন সাব্বির। তবে এনিয়ে গত রোববার সাব্বির ফেসবুকে লেখেন, ‘সবাইকে জানানো যাচ্ছে যে, আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। ফলে সেখান থেকে অপ্রীতিকর যা কিছু হয়েছে, তার জন্য আমি দায়ী নই। এ কারণে আমি সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করছি।’

সাব্বিরদের আচরণবিধির ব্যাপার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, বর্তমান সিনিয়রদের যদি তারা আদর্শ হিসেবে মানে, তাহলে তো তাদের দেখেই অনেক কিছু শেখা যায়।

জাতীয় দলের সাবেক এ অধিনায়ক বলেন, জাতীয় দলের তাদের জায়গা এখনও পাকাপুক্ত হয়নি। তাহলে তারা কেন বারবার বিতর্কে জড়াবে?

সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের কারণে এমনেতেই বিতর্কিত সাব্বির। জাতীয় দলের হয়ে সর্বশেষ ১৪টি ওয়ানডে ম্যাচে একটিতেও ফিফটির ইনিংস খেলতে পারেননি।