আদালতে হাজির করা হতে পারে খালেদা জিয়াকে

khalada ziaঢাকা: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আদালতে হাজির করা হতে পারে। এ লক্ষ্যে আজ মঙ্গলবার সকালে বকশীবাজার আদালত প্রাঙ্গণে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বকশীবাজার আদালত প্রাঙ্গণ সংলগ্ন উমেশ দত্ত সড়কে সব ধরনের যানচলাচল বন্ধ করে দেয়া হয়েছে। যেসব সাংবাদিক ও আইনজীবী আদালত প্রাঙ্গণে প্রবেশ করছেন তাদের মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস ভেতরে নিয়ে যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

খালেদার আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান, খালেদা জিয়াকে আদালতে হাজির করা হতে পারে এমন খবর তারাও শুনেছেন।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় দুদক এ মামলাটি করে। মামলার অপর আসামিরা হলেন খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার ৫ বছরের জেল দিয়েছেন আদালত। ওই দিন থেকে তিনি নাজিমউদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।