স্পর্টস ডেস্ক : বাঁ-হাতের কনিষ্ঠ আঙুলের ব্যথা থেকে পুরোপুরি পরিত্রাণ পাননি বাংলাদেশ দলের টেস্ট ও টি ২০ অধিনায়ক সাকিব আল হাসান। ওই আঙুলে আবার অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি ২০ ম্যাচে সাকিব ব্যথানাশক ইনজেকশন নিয়ে মাঠে নেমেছিলেন। টি ২০ সিরিজ শেষে দেশে ফিরলে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে।
বাংলাদেশ ক্রি?কেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী শনিবার বলেন, ‘দ্বিতীয়বারের মতো ব্যথানাশক ইনজেকশন নিয়েছে সাকিব। এর আগে ইনজুরিতে পড়ার কিছুদিন পর অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো ইনজেকশন নিয়েছিলেন। আমরা দেখেছি অনেক খেলোয়াড়ই এমন চিকিৎসায় চোট নিয়ন্ত্রণে রাখতে পারেন। কিন্তু যখন ব্যথা বারবার হয় তখনই সমস্যাটা হয়। সেক্ষেত্রে সাকিবের আঙুলে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। অস্ত্রোপচার করলে তাকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে।’