নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে যশোর সরকারি এমএম কলেজ, সরকারি সিটি কলেজসহ বিভিন্ন কলেজে আনন্দ মিছিল হয়েছে।
সোমবার স্ব স্ব কলেজের শিক্ষার্থীরা এই আনন্দ মিছিলের আয়োজন করে।
গত ২ আগস্ট রাজধানীতে বাস চাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর নিরাপদ সড়কের দাবিতে ঢাকার রাজপথে নামে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে তা সারা দেশে ছড়িয়ে পড়ে। আন্দোলনরত শিক্ষার্থীরা ৯ দফা দাবিতে সড়ক অবরোধ করে। দাবির মুখে সরকার শিক্ষার্থীদের সব দাবি মেনে নেয়। ইতিমধ্যে নিরাপদ সড়ক নিশ্চিত করতে সরকার বেশ কয়েকটি দাবি বাস্তবায়নও করেছে। সর্বশেষ সোমবার সড়ক নিরাপদ করতে মন্ত্রি পরিষদে নতুন আইন পাশ করা হয়েছে।
এমন পরিস্থিতিতে সোমবার যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলে অংশ নেওয়া সরকারি এমএম কলেজের শিক্ষার্থী তামিম হাসান বলেন, ‘আমাদের দাবি ছিলো সড়ক নিরাপদ করা। ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। তিনি আমাদের দাবি পূরণ করায় আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি।’
সরকারি সিটি কলেজের শিক্ষার্থী আইয়ুব হোসেন বলেন, ‘আমরা সড়কের মৃত্যুর মিছিল থামাতে রাজপথে নেমেছিলাম। আমাদের দাবি মেনে নিয়ে সরকার বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যে তার কিছু বাস্তবায়ন করেছে। তাই আমরা আনন্দ মিছিল করছি। সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাচ্ছি।’
একই অভিমত ব্যক্ত করেন যশোর ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের শিক্ষার্থী জুলফিকর রহমান। তিনি বলেন, ‘আমরা রাজনীতি বুঝি না। আমরা নিরাপদ সড়ক চাই। স্বাভাবিক মৃত্যুও গ্যারান্টি চাই। প্রধানমন্ত্রী সেই নিরাপদ সড়কের দাবি মেনে নিয়েছেন। নিহত শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছেন। আমাদের আন্দোলন সফল হয়েছে। সেই বিজয়ের জন্য আমরা আনন্দ মিছিল করেছি।