যশোর-বেনাপোল মহাসড়কে বাসের ধাক্কায় নিহত ১

যশোর-বেনাপোল মহাসড়কে বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছে। সোমবার সন্ধায় যশোরের ঝিকরগাছা উপজেলার কৃর্তিপুর নাজমুলের ট্রাক টার্মিনালের সামনে এদুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম পরিচয় জানাযায় নি। স্থানীয়রা জানান সে মানসিক প্রতিবন্ধী।

ঝিকরগাছা থানার জরুরী অফিসার এসআই মোঃ কামরুজ্জামান জিয়া জানান, সোমবার সন্ধ্যার পূর্বে হালকা বৃষ্টির মধ্যে ৩২ বছরের একজন অজ্ঞাত পাগল যশোর-বেনাপোল মহাসড়কের উপর দিয়ে এপাশ-ওপাশ চলাচল করছিল। সেই মুহুত্বে ঝিকরগাছা বাজারের দিক থেকে যশোরগামী একটি বাস তাকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তাৎক্ষনিক স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস ও আমাদেরকে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্য ও আমার সঙ্গীয় ফোর্স আহত পাগলটিকে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। উপজেলা হাসপাতালের কর্তব্যরত ডাঃ মোঃ আবুল কালাম আজাদ তাকে মৃত ঘোষনা করেন।

তিনি বলেন, মৃত পাগলের গায়ে গেঞ্জি ও পরনে ছেড়া জিন্সের প্যান্ট, মাথায় কাটা দাগ ও লাশটি হিন্দু পরিবারের সদস্য বলে ধারণা করা হয়েছে। লাশটি সনাক্ত করে থানাতে নেওয়া হয়েছে।
আগামীকাল মঙ্গলবার সকালে লাশটির ময়না তদন্তের জন্য যশোরের ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হবে বলে তিনি জানান।