আশুলিয়া হ্যাপী জেনারেল হসপিটালের উদ্যােগে ফ্রি চিকিৎসা সেবা

আশুলিয়ার হ্যাপি জেনারেল হসপিটালের উদ্যোগে দুস্থ্য ও অসহায়দের মাঝে ফ্রি চিকিৎসা সেবা প্রদানসহ বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আশুলিয়ার চিত্রশাইল এলাকার হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজ মাঠে এ সেবা দেওয়া হয়। এসময় প্রায় দুই হাজার রোগীকে অভীজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি চিকিৎসা দেওয়া হয় এবং ফ্রি ওষুধও বিতরণ করা হয়।

হসপিটালটির চেয়ারম্যান ডাঃ রাশিদা বিনতে রিয়াজ (হ্যাপি) বলেন, আমরা এ প্রতিষ্ঠানটির শুরুলগ্ন থেকে এ পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রোগীদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেছি এবং ওষুধও বিতরণ করেছি। সামনের দিকে আমাদের এ কর্মসূচী অব্যাহত থাকবে বলে তিনি জানান।

হ্যাপি জেনারেল হসপিটালের ব্যাবস্থাপক মোঃ মুকল হোসেন খান, সহকারী ব্যাবস্থাপক মোঃ লেবু রহমানসহ অভীজ্ঞ ডাক্তারগন এসময় উপস্থিত ছিলেন।