যশোরে প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ নেতা ছুরিকাহত

প্রতিপক্ষের ছুরিকাঘাতে যশোর শহর আওয়ামী লীগের সদস্য তৌহিদুর রহমান গুরুতর আহত হয়েছে। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছেন। তার অবস্থা আশংকাজনক। তৌহিদুর রহমান যশোর শহরের রায়পাড়ার জয়নাল আবেদিনের ছেলে।

মৎস্য ব্যবসায়ী ও শহর আওয়ামী লীগের সদস্য তৌহিদুর রহমান জানান, শনিবার বিকাল ৬টার দিকে যশোর শহরের চাঁচড়া নতুন টার্মিনাল সড়কের পার হাউসের সামনে তার মাছের ঘেরে দাঁড়িয়েছিলেন। এসময় পূর্ব শত্রুতার জের ধরে পৌরসভার কাউন্সিলর গোলাম মোস্তফা, গোলাম সিদ্দিক, মিশ্রসহ ৮/১০জন তার বাম পায়ের রানের উপরে পর পর তিনটি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের ডাক্তার মাসুদ জানান, আহত তৌহিদুর রহমানের অবস্থা আশংকাজনক। প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

যশোর কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) অপূর্ব হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি জানেন না তবে, পুলিশ পাঠিয়ে খোঁজ নিচ্ছেন বলে জানান।

যশোর পৌরসভার কাউন্সিলার ও অভিযুক্ত গোলাম মোস্তফা জানান, সন্ধ্যার পর বিষয়টি জানতে পেরেছি। ঘটনাটি দিবালোকে ঘটেছে। স্থানীয়রা দেখেছে কারা এ ঘটনা ঘটিয়েছে।