নেইমার-এমবাপ্পেতে দুরন্ত জয় পিএসজির

গেল মৌসুমে তাদের জুটিতে ভর করে ঘরোয়া ট্রেবল জিতেছিল পিএসজি। এবার যেন সেখান থেকেই শুরু করলেন তারা। নেইমার- কিলিয়ান এমবাপ্পেতে দুরন্ত জয় পেয়েছে দ্য পারিসিয়ানরা। লিগ ওয়ানে গ্যাঁগোঁকে ৩-১ গোলে হারিয়েছে তারা। জোড়া গোল করেছেন এমবাপ্পে, বাকিটি নেইমারের।

রোববার রাতে শুরুটা মোটেও ভালো হয়নি পিএসজির। ২০ মিনিটেই গোল হজম করে বসে প্যারিসের দলটি। ২৫ মিনিটে ফের গোল খায় তারা। তবে এর তীব্র প্রতিবাদ করে পিএসজি। ঘোর বিরোধীতায় ভিএআরের দ্বারস্থ হন রেফারি। তাতে প্রতীয়মান হয়, ডি বক্সে প্রতিপক্ষ ডিফেন্ডারকে ফাউল করেন নিকোলাস বেনেজেত। ফলে তার গোলটি বাতিল ঘোষণা করেন রেফারি।

পিছিয়ে পড়ে আক্রমণের গতি বাড়ায় থমাস টুখেলের শিষ্যরা। তবে প্রথমার্ধে গোলমুখ খুলতে পারেনি তারা। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুর দিকে গোল পেয়ে যায় পিএসজি। ৫১ মিনিটে সফল স্পটকিকে বল জালে জড়ান নেইমার। এসময় ডি বক্সের মধ্যে তাকে ফেলে দেন জর্ডান ইকুকু। ফলে পেনাল্টি পায় পিএসজি। তা থেকে নিশানাভেদ করতে মোটেও ভুল করেননি ব্রাজিল প্রিন্স।

এর কিছুক্ষণ পর বদলি হিসেবে মাঠে নামেন এমবাপ্পে। এতে খেলায় গতি বাড়ে। সাফল্যও আসে। ৮২ মিনিটে বিদ্যুত গতির শটে ঠিকানায় বল পাঠান ১৯-এর বিস্ময়। এতে স্কোরলাইন দাঁড়ায় পিএসজি ২-১ গ্যাঁগোঁ। আর শেষ বাঁশি বাজার ঠিক আগমূহুর্তে আরেকবার লক্ষ্যভেদ করেন ফরাসি ফরোয়ার্ড। তাতে ছিল নেইমারের আলতো ছোঁয়া।