জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল ৮টায়

আসন্ন ঈদুল আজহার ঈদের প্রধান নামাজের জামাত সকাল ৮টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূলে থাকলে সকাল সাড়ে ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। সোমবার (২০ আগস্ট) জাতীয় ঈদগাহের সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

মেয়র বলেন, ‘জাতীয় ঈদগাহে একসঙ্গে প্রায় এক লাখ মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন। এছাড়া প্রায় ৫ হাজার নারী মুসল্লিদের নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। নামাজ আদায়ের পূর্বে একসঙ্গে ১৫০ জন পুরুষ মুসল্লির অজু করার ব্যবস্থা রয়েছে; সেইসঙ্গে নারী মুসল্লিরা একসঙ্গে ৫০ জন অজু করতে পারবেন। পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জেনারেটরের ব্যবস্থা রাখা হয়েছে।’

জাতীয় ঈদগাহে ৪ স্তরের নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী উল্লেখ করে মেয়র বলেন, ‘এবার ঈদগাহ ময়দানের বাইরে মুসল্লিদের জন্য বিমামূল্যে বোতলজাত পানির ব্যবস্থা করা হয়েছে। বিগত কয়েক বছরের মতো এবারও বজ্রপাত প্রতিরোধক যন্ত্র বসানো হবে। একইসঙ্গে জরুরি টেলিফোন বুথ ও পর্যাপ্ত গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে।’

জাতীয় ঈদগাহের সার্বিক প্রস্তুতি পরিদর্শনকালে মেয়র ছাড়াও ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিল্লাল, প্রধান বর্জ্য ব্যবস্থাপক এয়ার কমডোর জাহিদ হোসেন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ সালাহ উদ্দীনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।