কাবাডি থেকে খালি হাতেই ফিরল বাংলাদেশের নারীরা

এশিয়ান গেমস নারী কাবাডিতে এবাররে আসরে কোন ম্যাচেই জয় পায়নি বাংলাদেশের মেয়রা। টানা তিন ম্যাচেই হেরে অবশেষে খালি হাতেই ফিরতে হবে তাদের। হার দিয়ে শুরু করা মেয়েরা হার দিয়েই শেষ করলো কাবাডি প্রতিযোগিতা।

মঙ্গলবার নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে হেরে শেষ হলো মেয়েদের যাত্রা। কোরিয়ার কাছে ৫২-২৫ পয়েন্টে হেরেছে বাংলাদেশ।

এর আগে ইরানের কাছে ৪৭-১৯ ব্যবধানে হেরেছিল নারীরা। আর নিজেদের প্রথম ম্যাচে মিশনে চাইনিজ চাইপের কাছে ৪৩-২৮ ব্যবধানে হারে বাংলাদেশের মেয়েরা।

অপরদিকে এশিয়ান গেমস কাবাডিতে নিজেদের প্রথম ম্যাচে হারলেও সোমবার দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ পুরুষ দল।