কোহলির নেতৃত্বে ইংল্যান্ডের মাঠে ভারতের প্রথম জয়

এজবাস্টন এবং লর্ডস টেস্টে হেরে কঠিন সমালোচনার মুখে পড়েছিল ভারতীয় ক্রিকেট দল। সেই সমালোচনা এড়িয়ে নটিংহাম টেস্টে ২০৩ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত।

বুধবার নটিংহাম টেস্টের পঞ্চম ও শেষ দিনে ব্যাটিং নেমে মাত্র ২.৫ ওভার খেলতেই গুটিয়ে যায় স্বাগতিক ইংল্যান্ড ক্রিকেট দল। চতুর্থ দিনেই জয়ের আনন্দে ভাসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। কিন্তু কোহলিদের সেই জয়ে প্রতিরোধ গড়ে তোলেন ইংলিশ লেগ স্পিনার আদিল রশিদ।

আগের দিনে আদিল রশিদকে সঙ্গ দেয়া পেস বোলার জেমস অ্যান্ডারসন বুধবার ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বসেন। যে কারণে আগের দিনে ৯ উইকেটে ৩১১ রান সংগ্রহ করা ইংল্যান্ড শেষ দিনে মাত্র ৬ রান তুলতেই গুটিয়ে যায়।

প্রথম ইনিংসে ১৬১ রানে অলআউট হয়ে যাওয়া ইংলিশদের জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে প্রয়োজন ছিল ৫২১ রান। চতুর্থ ইনিংসে রানের পাহাড়ের নিচে চাপা পড়া ইংল্যান্ড ৩১৭ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের হয়ে সর্বোচ্চ ১০৬ রান করেন জস বাটলার। এছাড়া ৬২ রান আসে বেন স্টোকসের ব্যাট থেকে।

সংক্ষিপ্ত স্কোর

ভারত ১ম ইনিংস:৩২৯/১০ (কোহলি ৯৭, রাহানে ৮১) এবং ২য় ইনিংস:৩৫২/৭ (কোহলি ১০৩, পান্ডিয়া ৫২*)।

ইংল্যান্ড ১ম ইনিংস:১৬১/১০ (বাটলার ৩৯, কুক ২৯;পান্ডিয়া ৫/২৮) এবং ২য় ইনিংস:৩১৭/১০ (বাটলার ১০৬, স্টোকস ৬২;বুমরাহ ৫/৮৫)।

ফল: ভারত ২০৩ রানে জয়ী।

ম্যাচ সেরা: বিরাট কোহলি (ভারত)।

পাঁচ ম্যাচ সিরজে ২-১ এগিয়ে ইংল্যান্ড।