পশ্চিমবঙ্গে তৃণমূল কার্যালয়ে বিস্ফোরণ, নিহত ১

পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে পশ্চিম মেদিনীপুর নারায়ণগড়ে মকরামপুর তৃণমূল কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ঘটনার সময় পার্টি কার্যালয়ের ভেতরে তৃণমূলের মকরামপুর অঞ্চল সভাপতি লক্ষ্মী শিট এবং এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা সূর্যকান্ত অট্ট ছিলেন।

পঞ্চায়েত বোর্ড গঠন সংক্রান্ত বিষয়ে তারা পার্টি কার্যালয়ে একটি ঘরে বৈঠক করছিলেন। ওই ঘরের পাশে রান্নাঘর আছে। বৈঠক চলাকালীন সেই রান্নাঘরেই বিস্ফোরণ ঘটে।

জানা গেছে, বিস্ফোরণের তীব্রতা ছিল এতটাই যে প্রায় সঙ্গে সঙ্গেই রান্নাঘরসহ পার্টি কার্যালয়ের অনেকটা অংশ ভেঙে যায়। পার্টি কার্যালয়ের ছাদ উড়ে গেছে। এমনকি, আশেপাশের কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিস্ফোরণে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মেদিনীপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এছাড়াও আহত হয়েছেন আরও তিনজন।

স্থানীয় সূত্রে জানা গেছে, যে এলাকায় বিস্ফোরণ ঘটেছে তা অত্যন্ত ব্যস্ত এলাকা। বাজার, স্কুল, হাসপাতাল রয়েছে আশেপাশেই। আর কিছু পরে এই বিস্ফোরণ ঘটলে পরিণতি আরও ভয়াবহ হতে পারত বলে মনে করছেন তারা।

বিস্ফোরণের কারণ এখন পর্যন্ত কোনও স্পষ্ট নয় পুলিশের কাছে। তবে প্রাথমিকভাবে পুলিশের ধারণা, রান্নাঘরের গ্যাস সিলিন্ডার ফেটেই এই বিস্ফোরণ ঘটেছে।

পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতিও গ্যাস সিলিন্ডার থেকে এই বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছেন। তিনি বলেন, সকালে বিস্ফোরণ ঘটেছে। নানারকম খবর শুনতে পাচ্ছি। গ্যাস সিলিন্ডার ফেটে গেছে। দলীয়ভাবে খোঁজ নিচ্ছি।

এই বিস্ফোরণের পেছনে অবশ্য অন্য কারণ দেখছে বিরোধীরা। তাদের অভিযোগ, পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে এলাকায় তৎপরতা বাড়িয়েছে তৃণমূল। তার জন্য ওই পার্টি কার্যালয়ে কয়েকদিন ধরেই প্রচুর পরিমাণে বোমা মজুত করে রাখছিল তৃণমূলের কর্মীরা। এদিন কোনো কারণে সেই বোমাই ফেটে যায়।