মন্দিরে ঈদের নামাজ পড়লেন কেরালার মুসলমানরা!

সাম্প্রদায়িক সম্মিলনের এক অনন্য নজির সৃষ্টি হলো কেরালার ত্রিশুর জেলার কচুকাদুভু গ্রামে। বন্যায় নিজেদের মসজিদ ডুবে যাওয়ায় মন্দিরে ঈদুল আজহার নামাজ পড়েছেন ভারতের কেরালার একটি জেলার মুসলমানরা। ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়ে ঈদের আনন্দ করতে না পারলেও ধর্ম পালনে দমে যাননি তারা।

ভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কেরালায় সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ বন্যায় তলিয়ে যায় কচুকাদুভু গ্রামের একটি মসজিদ। সেখানকার মুসলমানরা ঈদের নামাজ পড়ার কোনো জায়গা ছিল না।

এ সময় তাদের সাহায্যে এগিয়ে আসে শ্রী নারায়ণ ধর্ম পালন যোগম নামে একটি ধর্মীয় দাতব্য সংস্থা। তারা তাদের নিয়ন্ত্রণাধীন পারুপপুল্লিক্কাভু রত্নেশ্বরী মন্দিরের একটি হল ঈদুল আজহার নামাজ পড়ার জন্য ছেড়ে দেয়। মন্দিরটি কেরালার মালার কাছে ইরাভাথুর গ্রামে।

শুধু তাই নয়, নামাজের ব্যবস্থার পাশাপাশি এই ২০০ মুসলমানদের পানি ও খাবারেরও ব্যবস্থা করে দেয় মন্দির কর্তৃপক্ষ।

ভয়াবহ বিপর্যয়ের মুহূর্তে এমন সাম্প্রদায়িক সম্মিলনের ঘটনা বিশ্ববাসীকে নাড়া দিয়েছে। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে মন্দিরে ঈদের নামাজ পড়ার ছবি ভাইরাল হয়ে গেছে।